তাঁর নাকি প্রেম চাই বিষাক্ত প্রেম চাই
তাই তো তাঁর কাছে জীবন
আর ভালোবাসার আজ কোন দাম নাই।
জীবনের মানে নাই ডানে আর বাম নাই
অযথাই দেহ প্রেম কামনার মানে নাই
তাঁর চাই প্রেম চাই ভালোবাসার দাম নাই ।


দেহ দিয়ে মন নিয়ে যৌবনের কান্নায়
নামধারী ভালোবাসা কামনার বন্যায়
পেত্নীর প্রেম আছে মানুষের মন নাই।
রুপ যৌবন আছে বিলানোর মন আছে
দেহ দিলে সব আছে মানুষের আশেপাশে
ভালোবাসা চাইলে তাঁর কোন দাম নাই ।


দেখেছি যে প্রেম কত হতে ক্ষত-বিক্ষত
অচিরেই ডুবে যাবে জীবন যে কত শত
উপরের মখমল ধুয়ে মুছে উঠে যাবে
প্রেমের সমাধি তলে ভালোবাসা ডুবে রবে
তার মত প্রেমমতি রুপ-যৌবন অতি
ভালোবেসে এভাবেই বেইমানী করে যাবে।


রচনাকালঃ ঢাকা, ৭ অক্টবার ২০২০ইং | সময়ঃ ১২ঃ২৪মিঃ (এএম)