সেই মেয়েটি স্বপ্নের ঢানা মেলে, আমায় কখনো দেখেনি
ঐ হরিণী নয়নে দেখেছে, সে তাঁর অদূর ভবিষ্যৎ ।
স্বপ্ন নামক এই শব্দটি কে বা কারা ?
এই অতল কাব্য ভাণ্ডারে জুড়ে দিয়েছিল,
তা আমার জানা নেই। '


সেই মেয়েটি আজ পর্যন্ত কি তাঁর ভবিষ্যৎ কে
বর্তমানে রুপ দিতে পেরেছে কিনা , আমি জানি না ।


আমি শুধু এতটুকু বলতে পারি
স্বপ্ন কাব্যের শব্দকোষ থেকে উঠে না এসে,
যদি মানুষের অন্তরকোষ থেকে উঠে আসতো
তাহলে হয়তো
এ পৃথিবীতে সপ্নহিন মানুষ বলে কেউ থাকতো না।


সেই মেয়েটি আজ কোন এক অনাকাংখিত স্বপ্নের পৃষ্ঠে পদপিষ্ট।
হয়তো, নিজের কাঙ্খিত স্বপ্নটাকে দিয়েছে জলাঞ্জলি।
অপ্রিয় কষ্টগুলোকে করেছে আপন ।
আজ সে অন্য এক পুরুষের তৃপ্তির পাত্র।


সেই মেয়েটি আজব্দি কাউকে স্বপ্ন ভরা বয়ে এঁকেছে কিনা
তা আজও আমার অজানা।
তাই স্বপ্ন আজ মানুষের অন্তরকোষ থেকে উঠে না এসে
আজও কাব্যকোষ থেকেই উঠে আসে।


রচনাকালঃ ঢাকা, ০৮ আগস্ট  ২০১৬ ইং | সময়ঃ ২ঃ৩০মিঃ (পিএম)