তোমার আমার ভাবনা গুলো আজ যে ভীষণ বেসামাল,
জীবন স্রোতের উল্টো দিকে ছুটছে মোদের খেয়ার পাল।
দুলছি মোরা মাঝ দরিয়ায় ভাসছি মোরা প্রেমের নায়
উজান ভাঁটির টানাপরায় দুজন যে আজ দুই কিনারায় ।


তোমার মনে ইচ্ছে গুলো স্বপ্ন হয়ে হাত বাড়ায়
পারছি না আজ ধরতে সে হাত, কি যেন এক অদৃশ্য বাঁধায়।
বেত ঝাড়ের ঐ কাঁটার মত বিঁধছে মোদের কথার তীর
হৃদয় যে আজ তাই দু'জনার অভিমানী মেঘের ভিড় ।


মন আকাশের ঈশান কোণে শ্রাবণ ধারায় ঝরছে জল
তুই যে আমার আমি যে তোর সে কথা কে বলবে বল।
মেঘ জমেছে বৃষ্টি হবে তাতে বল আর কি আছে ?
অভিমানের মেঘের ছায়ায় মনটা যে আজ ধোঁয়াছে।


কাটবে সকল মনের ও ঘোর আসবে নতুন সূর্যোদয়
ভালোবাসায় কাটবে সময় হলে মোদের বোধোদয়;
তোমার আমার সকল আশা ভালোবাসার যোগ বিয়োগ
দুঃখ গুলো যাক চলে যাক, সুখ গুলো আজ পূর্ণতা পাক।


লেখা: মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ২৮-০৪-২০২০ইং সময়ঃ ৭ঃ৪১ (পিএম)