সত্যি আমি চরম বোকা এই শহরের ভীরে
প্রতি দিনই ঠকে ফিরি আমার শান্ত নীড়ে
শহরটা আজ ভীষণ রকম বুদ্ধি পরায়ন
বুদ্ধিমান আর বুদ্ধিমতী অনেক আছে,
শুধু আমার বুদ্ধি কম।


এই শহরের চলার পথে সঙ্গী খোঁজার হিসেব রথে
চলতি পথে কতেক মানুষ আপন মনে হয়
ভালোবাসার নাম জানা নেই হারিয়ে ফেলার ভয়।
এমনি করে জীবন নদীর স্রোত যে বয়ে যায়
বুদ্ধি বেচার মানুষ অনেক ভালোবাসার নয়।


স্বপ্ন দেখার পথিক আমি স্বপ্ন বেচায় ভয়
ভালোবেসে হারতে রাজি দুঃখ দিতে নয়
পথ দেখানো সুখ সারথি পথ ভুলিয়ে মোরে
স্বপ্ন গড়ার মিথ্যে আসে আজ গিয়েছে ভুলে।


রচনাকালঃ ঢাকা, ১৪ নভেম্বর ২০২০ ইং | সময়ঃ ১০ঃ০০মিঃ (পিএম)