স্বপ্নে বিভোর রাত জাগা মোর
বিষণ্ণতা ঘেরা সব খানে
আমার হৃদয় আমার এ মন
কষ্ট ও সুখের সব জানে।
যার বিহনে কাটে এ দিন কাটে এ রাত
সে কি আমার সব মানে ?


ক্লান্ত পথিক যায় ভুলে দিক
যায় যে তাঁহার সব কিছু
দিন শেষে রাত আসে তার
ভোর হলে সব হারিয়ে যায়


ঠিক আঁধারের রাতটি যখন
ছাড়তে না চায় তার পিছু
জীবন নামের নদীর স্রোতে
হারিয়ে সব বাকী নেই যে আর কিছু।