তুমি চাইলে দিতে পারি আমার স্বপ্নগুলো
তোমার দু'হাঁতে ধরিয়ে
তুমি চাইলে দিতে পারি আমার সুখ গুলো
তোমার হৃদয়ে ছড়িয়ে।
আমি রেখেছি তোমায় আমার মনের কোঠায়
কখনো দেব না যেতে হারিয়ে।


যদি তবু যেতে চাও রেখো আমাকে কোথায়
একা নির্জন কোন দ্বীপে ফেলে।
আমি থাকবো সেথায় একা, কভু পাবো না তোমার দেখা
তবু থামবে না আমার এই একাকী কবিতা লেখা ।
সেই নির্জন দ্বীপে হবে আমার একার বসতি
একাকী রইবো আমি হবে না তোমার ক্ষতি।


তুমি চাও বা না চাও, কিছু পাও বা না পাও
তবু পেয়েছি তোমায় হৃদয়ের গভীরে।
তুমি বুঝে না বুঝো যদি আমায় খুঁজে ও না খোঁজো
তবু হারিয়ে যাবনা আমি কখনো।
তুমি আমার হৃদয় পাখি তাই তো তোমায় যতনে রাখি
কভু দূরে হারিয়ে গেলে জলে ভেঁজে আমার দু' আঁখি।


রচনাকালঃ ঢাকা, ১৬ মে ২০২০ ইং | সময়ঃ ১০ঃ০৭মিঃ (পিএম)