আমাকে ভালোবেসে হারিয়ে কোথাও শেষে,
লুকবে না ছেড়ে কোনদিন।
তুমি ছাড়া এই আমার কাটবে না জীবন
আর কাটবে না তুমি হীনা দিন।


তুমি আছো জীবনে শয়নে ও স্বপনে,
তাই সবই আছে যে রঙ্গিন।
তুমি হীনা এ জীবন শূন্য মরুভূমি,
তুমি ছাড়া কিছু আর ভাবে না যে মন।


ভালবেসে দু'জনায় হারাবো যে অজানায়
একি সাথে মিশে রবে মন।
পূর্ণিমা চাঁদ হবে তুমি,
আমি হবো শরতের কাশ বন,


দক্ষিণা বাতাস হয়ে তুমি,
দোলা দিয়ে যাবে এই মন;
যে ভাবে মাধবী লতা,
ভুলে সব অলসতা
জড়িয়ে ঐ শিমূলের বন।


তোমাতে জড়িয়ে আমি
এভাবেই রবো সারাক্ষণ।
যেভাবে জুঁই ফুলে প্রজাপতি হেলেদুলে
সুরভী ভরায় তাঁর মন।


তুমিও বাসবে ভালো গোধূলির সাঁজে
আলো জ্বেলে প্রতিদিন।
তোমাতে আমাতে খুনসুটি রয়ে যাবে,
তবুও ভালোবাসা রবে অমলিন।
এভাবেই কেটে যাবে জ্যোৎস্না স্নাত নিশি,
কত শত হাজারো দিন।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ১৪-০৪-২০২০ ১১ঃ১৪মিঃ (পিএম)