শুধু একটু যদি তোকে দেখতে পেতাম
তবে দু'চোখ ভোরে দেখেন নিতাম।
মিটে যেত হৃদয়ের সকল অতৃপ্ত তৃষ্ণা
দিন কয়েক হয়তো আরো কাটিয়ে দিতাম
এই বন্দী চার দেয়ালের মাঝে হারিয়ে সকল দিশা।


স্বপ্ন সেতো আজও দেখি তোর সেই স্বপ্ন প্রিয় দিন
তখন সে স্বপ্নে শুধু ছিলাম তুই আর আমি
কিন্তু এখন,ভালবাসাতে ভর করেছে কোভিড-১৯।


শুনেছি ধনি-গরিবের কারো সাথে তাঁর হয়নি এখনো সন্ধি ।
সবকিছু তাই নিশ্তব্দ আজ চার দেয়ালে বন্দী।
চাতকের ন্যায় চেয়ে বসে আছে তৃষাতুর দুই আঁখি
কতকাল আর কাটবে এভাবে সে পথ চেয়ে থাকি।


লেখাঃ মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ০৫-০৫-২০২০ইং | সময়ঃ ১২ঃ৪৫মিঃ (পিএম)