নির্লজ্জতার শেষ কোথায় হে পথিক বর?
লজ্জা শরম গিলে খেয়েছিস তোরা এবার সর
মানুষ  হয়ে জন্মে তোরা কুকুর হয়ে মর
নরপশুদের আপন করে আজ দেশ কে করেছিস পর।


ভোগ বিলাস তো কম হলো না ধন সম্পদ দিয়ে
তাই বুজি আজ শুরু করেছিস নারী জাতি কে নিয়ে।
নারীর লোভে নাড়ি কাটা ধন নারী কে করিস পণ্য
দেশটা যে আজ কুলশিত হলো তোরা শুয়োরের জন্য।


জন্মে তোদের নাই কোন ঠীক করিস দলবাজি
তোদের কে যারা উৎসাহ দেয় তারা ই আসল পাজি।
হারামির দল মিলিয়া মিশিয়া নারীকে করছিস ধর্ষণ
নপংশুক তোরা তোদের জন্য ই দেশটা হচ্ছে শোষণ ।


এত কিছু দেখে চুপ করে আছে যে মহাজন দল
বলছি তাদের হৃদয়ে কি নেই মনুষ্যত্বের বল ?
মনুষ্যত্ব হীন কাপুরুষ হয়ে বাঁচবি কতটা কাল
মানুষ হ তা না হলে জুতা পিটা করে ভাঙ্গবো তোদের গাল।


রচনাকালঃ ঢাকা, ৫ অক্টোবর ২০২০ইং | সময়ঃ ২ঃ৩০মিঃ (এএম)