তুমি বসন্তের ফুলের চেয়েও সুন্দর,
যেন কাঞ্চনপুরের পল্লীতে হঠাৎ ফুটে ওঠা বকুল,
তোমার চোখে যেভাবে আলো ঝরে,
সে আলোয় সন্ধ্যার আকাশও মুগ্ধ হয়ে থাকে ভুলে।

আমি যদি কবি হতাম,
তোমার নামেই লিখে দিতাম পঁচিশটা নদী,
যেখানে জলের শব্দে তোমার হাসির ছায়া বাজত,
আর প্রতিটি ঢেউ বলত—"সে ছিল আমার প্রিয় স্মৃতি।"

তোমার চুলে যেভাবে হাওয়া খেলে যায়,
সেই মুহূর্তে আমি হারিয়ে ফেলি আমার নিজের পরিচয়,
তোমার ছুঁয়োছুঁয়ো গন্ধে বসন্তও নিজেকে ভুলে যায়,
আর পাখিরা থেমে গিয়ে শুধু তোমাকেই ভালোবেসে যায়।

একটা চিঠি লিখিনি অনেকদিন,
তবুও প্রতিটি পাতা ভরে উঠেছে—তোমার নাম দিয়ে।
ভালোবাসা হয়তো প্রকাশিত হয়নি শব্দে,
তবু প্রতিটা নিঃশ্বাসে, তুমি ছিলে... আছো... থাকবে চিরদিন।

প্রকৃতি জানে, আমি কতোটা চেয়েছি তোমায়
ঝরা পাতার মতো নিঃশব্দে,
তবুও যতবার মনে পড়েছে তোমার সেই বসন্তের মতো মুখ,
আমার ভেতরটা ভরে উঠেছে প্রেমে, আলোর মতো স্পষ্ট আবেগে।


তারিখ: ১৪ এপ্রিল ২০২৫ | সময়: রাত ৯:৪৭