বাঞ্চাল কর সব কিছু তোরা
বাঞ্চাল কর মরে;
দেশদ্রোহী হয়ে আজ সব
দেশকে করছে ধ্বংস
এসেছে  সময় সবগুলোকে
শায়েস্তা কর ধরে।


রণক্ষেত্র হয়ে যাক তবু,
ভয় নেই আজ কোন;
প্রয়োজন হলে রক্ত বিলাবি
তবু ভঁয়ে পালাবি না যেন।
আজ সহসা জীবন দিলে
কাল পাবি তোরা স্বাধীনতা,
জীবনের ভঁয়ে লুকিয়ে ঘরে
কেন বলিস তোরা এত কথা?


ঘরের কণেতে বসে কখনো কনদিন
কেউ কি পেয়েছে স্বাধীনতা?
তোরা যখনই দিবি হুঙ্কার
ফিরবে তখনই আমাদের সেই স্বাধীনতা।


রচনাকালঃ ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২১ |  সময়ঃ০৪ঃ১০মিঃ (পিএম)