আমি জানি আজ তোর আবেগ ধুয়েমুছে পরিষ্কার
শুদু ভাজ হয়ে আছে তোর বেড রুমের ওয়ারড্রবে।
আমি বলে ছিলাম ভেবে দেখ তোর আবেগ নয় তো
তুই বলেছিলিস না আমার আবেগ না ভালোবাসা।


আমি বলে ছিলাম না ভেবে দেখ আবেগ আর ভালোবাসা
একসাথে গুলিয়ে ফেলিস না, এটা আবেগে তুই আগাস না।
কিন্তু দেখ তুই ঠিক ই আবেগের সাথে ভালোবাসা গুলিয়ে ফেললি
আর তোর ভালোবাসা নামক প্রেম আজ জ্বলে পুড়ে হয়েছে ছাই ।


আজ তোর কাছে আছে সবকিছুই আমার কাছে নাই তুই ।
ভালোবাসা আজ পুড়ে খেয়ছিস তোর আবেগে মুড়িয়ে সূই।
মিথ্যাকে তুই সত্য করে ফেলছিস বিষাক্ত প্রেমের জাল
বিষমাখা তীর ছুড়েছিস বুকে প্রথমে ভাঙ্গিয়া ঢাল।


রচনাকালঃ ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২০ | সময়ঃ ১০ঃ৫৭মিঃ