ইচ্ছে হল ভীষণ ,
আবছা আলোর কোন এক ঘরে,রাত্রি দ্বিপ্রহর হলে পরে  
আড্ডা জমবে আমাদের ।
মৃদুমন্দ  আলো ,
ছায়াছন্দ কথোপোকথোনে  ,
উঠতি কবির দলের টানাপোড়নের দলাদলিতে,
ঘড়ের দেয়ালিকায় জ্বলজ্বল করবে কতগুলো মাকড়সার চোখ ,
তারপর শুধু ঢেউ আর ঢেউ ,


মৃদু ,
সুনীল,
অস্ফুট,
নকশাময় ....


আমি ডুবতে থাকি ,
ডুবতে ডুবতে অবলোকন করি ,
সামুদ্রিক জেলফীশ গুলো যেমন করে খেতে থাকে আমাদের ঘুণে ধরা স্বপ্ন
টানাপোড়নের রেইনবো'তে জ্বলজ্বল জ্বলে সমুদ্রতল


তবুও স্থির থেকে যায় অস্তিত্ব ,
উন্মাদ ভাবণা ভেবে কেটে যায় অজস্র বেলা ,
রাত্রি দ্বিপ্রহর হলে পরে ,
আবার,
পুনরায় ,
জমে ওঠে  কবিদের আখড়া ,
আফিমের নেশা ধরা বেলকনির একপাশে ,
জড়াজড়ি করে বসে থাকে বিপাশা , অবনী্‌ল , বাইজেনটেনিয়াম ...
মাথার উপর খেলা করে শান্ত ,পরিশ্রান্ত ঢেউগুলো , একি রোষে


যেন  অপেক্ষায় ,
জেলফীশ গুলো অমরত্বের স্বাদ পেয়ে গেছে...


রবি ঠাকুর , রেখো না বেঁধে নির্ঝরের নৈঃশব্দ্য আর  ,
'স্বপ্নভঙ্গ' টুর্নামেন্টের  উদ্বোধন হয়ে গেছে  ,
জমেছে ঐ দেখো কবিদের হাঁট নির্জন আড়ালে
পড়ে আছে প্রাণের ভেতর সূর্য স্তিমিত  ,
আমাদের এখন ডুববার প্রাক্কাল,
অমরত্ব ঘুচেছে ,
চলো্ ডুবি ,
আরে, থামো !
ঐখানে কারা ফাঁসিতে ঝুলছে !
ঐতো  আলো দেখা যায় !


সে আলো সাদা কি হলদে ভাববো অন্য কোনক্ষণ
চল বাঁচি এবার !
সুপ্রভাত মুখোশ মানুষ  !
হা হা হা !