সুধী,                                  
আমি 86
ছোটবেলায় আমায় কুড়িয়ে পেয়েছিলেন নিঃসন্তান এক ধনী পরিবার।  
আমার তথাকথিত বাবা ভালবেসে আমাকে সাদরে গ্রহণ করেন নি।  
তার প্রিয় নিঃসন্তান স্ত্রীকে কিছুতেই বোঝাতে পারেন নি ,আমি তাদের ক্রমজমের না ।
নি হাত দায় পড়ে বেচারা !
তবে আর যাই হোক, মাথার উপরে ঝিকিমিকি বাতি দেখে শিশুটি ভুলেই গিয়েছিল তার কাঁদতে হবে।
বাবা সেদিন কড়া ভাষায় শুনিয়ে দিয়েছিলেন আমার কোন বংশ থাকবে না ।
নাম থাকবে কিন্তু বংশ থাকবে না তাই কি হয় ?
তাই আমার নাম 86(এইট্টী ছিক্স)।
সংখার কোন বংশ পরিচয় হয়ত কেউ খুঁজতে চাইবে না,  
অভিজাত এলাকার নামী রোড এর নামটা ও যেন আমার ,মত দু-দন্ড শান্তির খোঁজে।  
আমি 86 (এইট্টী ছিক্স) ।  
স্ব শিক্ষিত ,
একবার স্কুল এ ভর্তির জন্য গিয়েছিলাম ।
আমি ৮৬(ছিয়াশি)…।
বলে শেষ করার আগে ই স্কুল এর প্রধান শিক্ষিকা আমায় কড়া ভাষায় শুনিয়ে দিলেন
এখানে বাংলা চলে না।
তাই …
আই আম এইট্টী ছিক্স ।
সার নেইম না থাকার কারণে সেবার স্কুলে ও ভর্তি হতে পারিনি।    
আমি  86 (এইট্টী ছিক্স)
অর্থ আর প্রাচুর্য  সাথে নিয়ে হেম,
রিক্ত ভালবাসায় আজও আমি সেইম।