অনুতাপ আর অনুভবের মোহনায়
বিশ্বাস ঘাতকেরা হানাদেয় অপরাজেয় বাংলায় ।
নই স্বার্থবাদি, হয়তবা নই পরম ত্যাগী
ছত্রছায়ায় জীবন পার...............।
কথাটির সাথে মনের এক বিশাল মনোমালিন্য ,
জীবন কল্পনায় ভেবে করি সময় পার  
আরে ধূর !
জীবনতো একটাই, কি চাই ?
শত পাওয়া না পাওয়া, চাহিদার সঙ্গে যেন আপনা আপনি চলে আসে যোগ্যতা।  
খুব লড়তে ইচ্ছে করে, মনের সঙ্গে যেন খুব ভাব আমার
আরে ধূর !
জীবনতো একটাই, কি চাই ?
কুকুরের বাঁকা লেজের তুলিতে আঁটকে আছে জীবন
বাহ! কি সুখ, কি দোলা, ভালই আছি
আরে ধূর !
জীবনতো একটাই, কি চাই ?
ইচ্ছে করে সবকিছু জ্বালিয়ে পৃথিবীর আকরিক করি প্রান
আরে এতো জ্বালানি কোথায় ?
মুখ থুবড়ে পড়েযাবি তো !
আরে ধূর !
জীবনতো একটাই, কি চাই ?
চাই সব অনাচার চাবিয়ে কামড়িয়ে বেহাল করে বলি
স্মরণের প্রয়োজনীয়তা নেই, রক্তাক্ত মুখে মৃদুহেসে, ভাল থাক ।  
চোখ মেলে দেখি
জীর্ণ শরীর রোগাটে লিঙ্গ, ধর্ষিত পুরুষ, ধর্ষিত স্বাধীনতা, রক্তে ভরা মুখ,ব্রাশে নেই পেস্ট,
মৃদু হেসে.........
আরে ধূর !
জীবনতো একটাই, কি চাই ?