সং সৃষ্টি বন্ধ তব লিলায়ে বন্ধন মুক্ত মনে
কে বা নিশিতে যুক্ত অধ্যায়, পাঠে  পূর্ণ বেশে ।
তব পাঁজরে যুক্ত লিলা অপেক্ষারত পুণ্যবেশে  
মুছে দেবে হয়তো গ্লানি হ্রদয়ের পূর্ণ সেচে ।
তুমি নহে, তোমরাও না।
কর কর্ম অভয় অরণ্য
অস্থিরতার দাস!
সিংহালয়ে বসে আছেন অভয় মুর্শিদ বাপ ।
কে বা আসিলি কে বা  গেলি,
হিসাবের খাতা সবই খালি ।
পরান পূণ্য হয় অরণ্য , ভক্তি বিনে পুড়ে ছাই
আশ্রমের এই ঘরটা ছোট সঙ্গমে সৃষ্টির অভাব নাই,
পূণ্য পাতে বিলাসিনী ,অপূণ্য দংশিনি
কে বা যাচে সত্য মিথ্যা ,ভাবী পুন্নের ফালি,
অশ্রুতেও জল ঢালি।শোন ভাই পূণ্য নহে মুড়ির হালি ।