আজ আমি বিবাহিত
কিছু  হাড্ডিগুড্ডিতে ঢাকা নরম মাংসপিণ্ডের স্তূপ দেওয়া হয়েছে আমাকে,
কবুল এর মাধ্যমে আমাকে বলা হয়েছে খিদে পেলে ছিঁড়ে খাস।
মানা করার কেউ নেই,কেউ নেই আজি তোর হিংস্রতার বর্বরতার প্রতিবাদ প্রণয়ন করার ।
অমন করে ছুঁয়ে তীব্র যন্ত্রণার অপর প্রান্ত দিয়ে আমি নিচ্ছি,
আমি নিচ্ছি, সহস্র কোটি সমুদ্র বয়ে চলার আনন্দ।উন্মাদনার চরম থেকে চরমে।
এ যেন কেনা দাসী।
ভিতরের রুপ আমার কামনারদাস নরপিশাচী।
কতকাল লুকিয়ে রেখেছি বাইরে দেবতার আসন পেতে ।
চটকিয়ে, খামচিয়ে পারলে চিবিয়ে রস পান করতে মরীয়া আমি।
আমি চলছি ,আমি চলছিই  ,
আমি  চলছি  ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার সমস্ত শরীর জুড়ে বয়ে চলা উন্মাদনার বিসক্ততা বাইরে বেরিয়ে আসে।
আজ আমি বিবাহিত ।
গুঙ্গানির চীৎকার বলি আমার কানে আজি শ্রুতিমধুর কত ,তাইত!
আজ আমি বিবাহিত ।
বংশ রক্ষার নামে চালাচ্ছি বর্বরতা নিত্য দিনের মত
আজ আমি বিবাহিত ।
গহীন আগ্রাসনে ভালবাসি কথাটা উঠেছে কয়েকবার মাত্র ,নামান্তরে ছিদ্রে মক্ত
আজ আমি বিবাহিত ।
দিনের নির্মম ক্রোধ কখনও আধারের কালোতে তাজ্জব কাঠিতে  মিটাতে ব্যাস্ত
আজ আমি বিবাহিত ।