কখনও কী?
            কোন ভাবে কী?
একটি শব্দ দ্বারা বোঝান সম্ভব কী?
           মনের আকুলতা কী?
ভাষা কী ? টান কী?
          আগ্রহ কী? চঞ্চলতা কী?
স্নেহ কী?সন্মান কী?
            মায়া কী ?
যদি ফিরিয়ে দেওয়া হয় পরিণাম কী?
           কটাক্ষ করলে ভয়বহতা কী?
খুঁজছেন শব্দ টা আসলে কী?
           হাঁ!হাঁ!হাঁ! আসলে আনুধাবন করার শক্তই হারিয়ে ফেলেছেন কী?
মনের দৃঢ়  প্রান্ত থেকে একবার বলুন ভালবাসি ।
        খুঁজুন সবকিছুকে মন থেকে পেয়ে যাবেন সকল পাওয়ার পূর্ণতা ।