আমি প্রজন্ম নিয়ে সন্ধিহান
পৃথিবী থেকে যেন কবে,ধনী শব্দটি বিলিন হয়ে যায়।
সম্পদ চাইনা ভাত দাও
শরাব চাইনা একটু বিশুদ্ধ তরল দাও।
গলাটা যেন কয়েক’শ বছর ভেজাতে পারিনি
চারিপাশে সব আছে , কি যেন নেই
বাংলার বুকে বাঙ্গালি আছে,মুখে বাংলা ইংরেজি মিশ্রিত খই ।
বাংলা মায়ের আঁচল আছে,দেহে জড়িয়ে জিন্স  
বাংলার বুকে দাপিয়ে বেড়ায় বিষাক্ত বীণ।  
দিনে দিনে মন্ত্রণাতে হিসাবে বিকাশিত
অদূর অদূরেই থাক,বর্তমান ঝাঁপি।  
উন্মাদনার ঢালে সন্তানের শরীরে জলমল
সর্বত্র যেন মায়ের সাথে সন্তানের সক্ষমতার অভাব অনটন।
সময়ের আজ বড়ই অভাব,
মাটির সাথে সন্তানকে ঠিক পরিচয়টা করিয়ে দেওয়া হয়ে ওঠেনি
তাই হয়ত সন্তান অ জানে না , জন্মভূমি ঠিক কি জিনিস?
এ দায় আপনি এড়িয়ে যাবেন ?
পারবেন না ।
এ সন্তান আপনাকে বুঝিয়ে দেবে অসক্ষমতার পরিণাম, ভয়াবহতা।
বাংলার বুকে মিছাইল ছুড়বে,পারমাণবিক বোমা তৈরিকরে তার ক্ষমতা বুঝিয়ে দেবে।
বাংলার বুকে সদ্য বারুদের গন্ধ,মাকে চিনতে বড় কষ্ট হচ্ছে ঝলসানো মুখ খানি ।
অবাক হওয়ার কি আছে ?
জননী আপনি জয়ী,হাসুন আত্মতৃপ্তি নিয়ে সন্তানের অসীম বীরত্বে।
কেন আপনিই তো ,হ্যাঁ হ্যাঁ আপনি !
ছোট সময়ে শিক্ষা দিয়েছিলেন , অপারগতার বাংলা
অ, আ ।
অ-তে অসীম শক্তির উৎস অস্ত্র।
অ-তে অপরাজেয় বাংলায় আপনি হয়ত সন্তানের উজ্জল ভবিষ্যৎ খুঁজে পেতে ব্যর্থ।
আজ আপনার সন্তান দ্বারা ধর্ষিত বাংলা।
আর আপনি একজন সার্থক ধর্ষকের সার্থক জননী।
প্রযুক্তির আনুপাতিক ব্যবহারে গড়া অট্টালিকা
টিনের চালে টুপটাপ বৃষ্টির সুর হারিয়ে গেল কোথা ?