তাঁরা দেখার তাড়া হয়, আজও জাগে কেন্দ্র চিত্তে অভ্রভেদী শ্বাস
সদ্য ভূমিস্ট হওয়া শিশুটিও চিৎকার করে পুরন পৃথিবীর নিলয়  তরে।
আমারও জাগে অবেলায় তাঁরা দেখার স্বাধ।
অহর শর্বরী শেষে জাগাবে আমায় তৃষ্য।
দর্শনেন্দ্রিয় আজ অশ্রান্ত বিরাম,  
এ নহে দিব্যলোকের শৌখিনতা
আমি ছিলাম,তুমি সীমন্তনী, তোমার নৃপতি।
ভার্যা,অর্ধাঙ্গী,জীবন সাথী শব্দগুল যেখানে ম্লান,  
হে নারী তুমি, তুমি ছিলে আমার,
অবলা, কামিনী,রমণী, ললনা, অঙ্গনা, ভাসিনী, কান্তা,
তুমি প্রসূতি,জন্মদাত্রী
অগনিত আত্মজা-আত্মজের জন্ম আমাদের বিগ্রহ মিলনে।
তোমার কলেবর পেয়েছে যে কোন বিবাদ বাদে,
পেয়েছে কখনও বিভাবরী বিভব,কখনও প্রসন্নতা করেছে গ্রাস।
আমি করেছি সদনে ত্যাগ তোমারে, জননীর ক্ষিতি বক্ষে ধরিতে,
বুঝবে কী মাটির মানব সন্তানহীন বীরঙ্গনা পাগলের কষ্ট কি যে ?