এ কেমন ভালবাসা!
অস্হি-মজ্জার বিচরনেও যদি
এতটুকু বিশ্বাসের শান্তি না পাও
পরখ করে নাও,আবারো খুঁটিয়ে খুঁটিয়ে।
তারপরেও যদি,কোন খুঁৎ না পাও
একটুও কি লজ্জা হবে না তোমার!


কান্না চেপে মাথা নত করে আছি
লজ্জায় ডুবছি,বলবো না কিছু ঘৃনায়।
ফাগুন পলাশ, কী দুরন্ত বৈশাখ -
এখন আর স্পর্শ করে না আমায়
বাতাসে ভাসে অচেনা ভালবাসার গন্ধ
প্রেম কিনা জানি না,হয়তো কোন স্বপ্ন
উদ্বেলিত আশা-কেবলই হাতছানি তে ডাকে।


উদাত্ত আহব্বানে ভুলে যাই প্রতারণার কথা
বিশ্বাস করে ভুলে যাই অবিশ্বাসীর ছায়া।
বিশ্বাসের সমর্পন বিশ্বাসঘাতকের কাছে
প্রতিনিয়ত করছে যে আমায় লুণ্ঠনে
অনাবৃত লাঞ্ছিত,এ কেমন অসহায়ত্ব!
-এ কেমন ভালবাসা!