বেঁচে থাকলে আগামি বৈশাখে
পড়বো লাল পেড়ে সাদা শাড়ি
হাত ভরা থাকবে কাঁচের চুড়ি
থাকবে খোঁপায় বেলি-গোলাপের মালা
কপালে থাকবে টকটকে লাল টিপ
তোমার অপলক চোখ,আমার চোখে
থাকবে কি চেয়ে আগামি বৈশাখে?


দুপুরের রোদে খাবো যত ইচ্ছে
চটপটি, ফুচকা, আইসক্রিম
থাকবে রঙিন হাওয়াই মিঠাই
বাদামের খোসাগুলো কে উড়িয়ে
করবো খেলা তোমার মুখে পরে
রাগ করবে?


কোকিল কুহু সুরে ক্লান্ত দুপুরে
ডাকবে বসন্তে পাতা ঝরা বনে
আমরা দুজন দিবো ওর সুরে সুর
হাসবো, ডাকবো,থাকুক যতো দূর
সেই উড়ন্ত সময়ের ডানা মেলায়
পেমিক যুগল প্রেমের চঞ্চলতায়
আমি রোমাঞ্চিত হবো অনুভবে
তুমিও কি হবে?


দুই-একটি কবিতা,আঙুলের খেলায়
প্রেম নিয়ে,তালবিহীন আবেগি গলায়
গাইবো গান, প্রিয় যান অটোরিক্সায়
চাঁদের আবছা আলোয় ভরা খেয়ায়
রিক্সার চালক দেখে হবে উৎসুক
বার বার ঘুরে ঘুরে দেখবে উন্মুখ
তুমিও কি হাসবে?


সব শেষে ফিরবো ঘরে সময়ের তাড়ায়
গোলাপের গাছ নিয়ে ফিরবো বাসায়
হাজার স্বপন বুনে টবে রেখে দিবো
সুখ দুঃখ একি সাথে ভাগ করে নেবো
গোলাপের কাটায় যেনো,ব্যথা না পাই
সে সর্তকতা দেখে নিজ মনে হেসে যাই
ভাববে হয়তো তখন,একান্তই নিরব মন
এমন আগলে রাখবে কি সারাজীবন?


হবেই দেখা বেঁচে থাকলে, আগামি বৈশাখে
আরো গভীরতা নিয়ে এই ক্রান্তিকাল শেষে
আমাদের মন যেমন চায়,ব্যাকুল পিয়াসায়
সময়ের স্রোতে,দাবাদহে যদি না বদলে যাই।
বদলে কি যাবো,তুমি-আমি,আগামি বৈশাখে?
থাকবো কি এমন আবেগি গৌরবে উচ্ছাসে?