এই ছেলে জানো না?
কাউকে আর বিশ্বাস করিনা
করো না ভুলেও  স্বপ্নে বিচরণ।
হাজার অঙ্কুরিত বীজেও
হবে না আর বৃক্ষ আহরন।


এটা নয় শুধু তেজের অহংকার
প্রতারনাই শেখায় বারংবার
দেবী থেকে মানবী হয়ে
অবুজ বালিকার বোধ
যেন বাঁচবার অধিকার।


অভিনয়ের খেলা এবার ছাড়ো
আমি এক মুঠো ভাতে নয়
স্বস্তির আশ্রয়ে পাঁজরে বাঁধো
নরম কঠিন সরলতায়
একান্ত অধিকারেে রাখো।


পারদের মত আবেগের ছলনায়
করো না টলোমলো
ফণির মাথার মণি নেবে
ফোঁস করলেই গন্ডগোল!


প্রেয়সী,জননী,ভগিনী, কন্যা
ভাবো যদি ছলনাময়ী
একাই বাঁচো অভিনয় ছাড়ো
নিজেকে করো জয়ী।