দূর থেকে ঈষৎ দেখা, ঈষৎ বাঁকা হাসি
ক্লান্ত নয়ন বললো আমায়
একটু ভালোবাসি?


ধমক দিয়ে বললো যে মন- ধ্যাৎতুরি তুই বোকা!
ভালোলাগায় যে ভালোবাসা
সবটা চোখের ধোঁকা।


প্রেম দিয়ে প্রেম নে না কিনে ইচ্ছে মতো করে
আধো চাওয়ায়, আধো পাওয়ায়
তৃষ্ণা কি আর ভরে?


ছুটে যাবে ঘোরের নেশা সবটা যদি পাস
কথা যে এক মধুর চাক
দেহটা তোরই দাস।


মৃদু স্বরে বললাম হেসে- প্রেম দামি ততখানি
দূর থেকেই দেখতে ভালো
যতই না কম জানি


ভালোবাসা জমা থাকুক প্রেম যে কানাগলি
অহর্নিশই ঠোঁটের ডগায়-
আজ থাক, কাল বলি?