ফুল ছাড়া ফুলদানি যেমন মুল্যহীন
কালি ছাড়া কলম শ্রোতাবিহীন বক্তা তেমন
চাঁদ তো দিনের আকাশেও ওঠে
কিন্তু সৌন্দর্য প্রকাশ করেতো
রাতের অন্ধকারই
সুন্দরের মাহাত্ম তাই অসুন্দরেই।


একা থাকা মানুষ
কতো কিছুরই আবিস্কারক হয়
কিন্তু সঙ্গীহীন সে আবিস্কারও নির্রথক।
তাই মিল- অমিল যা-ই হোক না কেন
একটা অলিখিত সন্ধি চুক্তি
রাখি যত্নে নিজের মধ্যে
কারো কারো কাছে সেটা প্রতারণা
কিন্তু আমি বলি
এটাই নিজের সাথে নিজের লড়াই।


জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নাকি একা
এ আমার বিশ্বাস নয়
নিজের মধ্যেই আমার আমিকে দেখি
যে সব থেকে প্রিয়,আপনার চেয়েও আপন
যাকে আমি ছাড়া কেউ কোনোদিন  দেখেনি
সে সবার ভাবনা চিন্তার উর্ধ্বে
যে সব সময় আমার ভেতরেই কথা বলে
মৃত্যু অবধি থাকে আমাতেই


সেই অস্তিত্ব অনুভব করতে পারে যে জন
সে কখনোই একা নয়
এটা আমার নিজস্ব বোধ
ভালো থাকার আর ভালোবাসার জন্য
সেই অস্তিত্বটুকু অনুভব করাই মূখ্য
যাকে সবার আগে ভালোবাসতে হবে
তার নাম আমার আমি।