আজ বলবো আমার কিছু দোষ
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য
যার যতো  ধৈর্য বেশি সে ততো সফল।।
এ গুনটি আমার নেই।


কথা বলার চেয়ে শুনতে হয় বেশি,
কিন্তু আমি বলে ফেলি বেশি যে সুযোগটা
অনেকেই নেয়-নিজেকে অচেনা রেখে,
আমাকেই চিনে যায় বেশি।


আরো কঠিন কাজ- মানুষকে বিশ্বাস করা
বোকা আমি সেই ভুলটাই করি বেশি
নির্ভেজাল বিশ্বাসের তোয়াক্কা করে না কেউ
কাউকে দেখি না তো বিশ্বাসী।


হয়তো অনেক সময়
সহজ কথাও জটিল করে বলা উচিৎ
এটা আত্ম রক্ষার এক কৌশল,
এ ঢাল ব্যবহার করতে জানি না মোটে।


কেউ কিছু চাইলেই,সাধ্যে থাকলেও তা
দিয়ে দিতে নেই,অপেক্ষা  করানোই উত্তম
কেননা,অনায়েসে পাওয়া ধনের থাকে না মান
এই উত্তম কাজটা আমার হয়ে ওঠে না।


নিজেকে প্রকাশ করতে নেই সম্পূর্ণরূপে
মিস্ট্রি ছাড়া জীবনের রং ফ্যাকাশে জেনেও
কী সুন্দর - নিজেকেই মেলে ধরি অবলীলায়!


সত্য বলি মুখের পরে,জেদ করি বাড়াবাড়ি
আবেগের দাপট বেশি তাই ঝগড়া করি
মাঝে মাঝে ছেলেমানুষী পাগলামিতে মাতি
যা আমাকে একেবারেই মানায় না।


যে আকাশে মেঘ জমে সে আকাশ বারি হয়
কালো মেঘে বৃস্টি ঝরে
সেই বৃষ্টিই আমাকে ভেজায় বারবার
অথচ প্লাবনের নোনা জল দেকে না তো কেউ।


রাগলে মানুষ নাকি বিদ্রোহ করে
অথচ আমি কাঁদি,কান্নায় তো আগুন নেভে না।
মেঘের বরিষনে সবার মন যে শান্ত হয় না।
বোকা লাবন্যটা তা ও বোঝেনা।


আমার আকাশে তুমি কেগো সুখ তারা
চাঁদেরে চাই না আমি,তারাও  লুকাও সব
মেঘের গর্জনে,চমকে উঠুক আমার মন
বরষার জলে স্নাত হোক জীবনের সবটুকু ভুল।


আমার আমি আর না হোক ছলনার প্রতিভূমী
দুঃখ বেদনা ছাই করি সব প্রতিদিন প্রতিলোমী।