ঘুমের দরজায় আজ তালা লাগানো
ও আজ করছে রাত্রি জাগরণ
এতো আতসবাজি!
বাহারি খাবারের আয়োজন।
চারিদিকে কি লোভনীয় স্বাদের গন্ধ!
পথ শিশুর তাতেই কি পেট ভরে?
আফিমের নেশায় বুদ হয়ে আছে
যে বেকার ছেলেটি সুন্দর স্বপ্ন নিয়ে
সেও কি ভুল দেখে?
রক্ষকই যখন ভক্ষক হয়
বিপ্লবীও কি উদাসিনতায়
পাঁচ তারা হোটেলে স্যাম্পেন হাতে
দেখে লাস্যময়ী বালিকার নগ্ন দেহ?


ক্ষুধার্ত কুকুরটাও
ঘাতক পিতার চেয়ে ভালো
ভালো, পতিতা পুরুষ বা মহিলা
মিথ্যাবাদি প্রতারকের চেয়ে।
পাঁচশো টাকার বিনিময়ে
লাশ হয় যেখানে জ্যান্ত মানুষ।
ত্রিশ বছর পার করেও
অবলিলায় বলে দিতে পারে
তোমার সাথে আমার যায় না
এই তো মন!এইতো চাহিদা!
একটা মুহুর্তের জন্যও নেই
শরীর বা মনের নীরাপত্তা
সেখানে কি করে ঘুম আসে
বলো?


হে আমার ধর্ম যাজক
আমার ঘুম আসে না
দুর্বোর ডগায় যেমন শিশির দোলে
আমার মনের কমলেও তেমন
বিশ্বাসের আনাগোনা
সূর্যের আলোতেই তা মিলিয়ে যায়
বিশ্বাসহীনতার চাদরে লেপ্টে থাকা মন
কি করে ঘুমকে করি সমর্পণ!
বলো হে আমার ধর্ম যাজক
আমার ঘুম আসে না।