নিস্প্রাণ অরণ্যের আমি এক বৃদ্ধ শাখা
কুঞ্জবনের লতা নই,মহীরুহ বৃক্ষ নই
ফুল- কুঁড়ি পাতা নই গাছের
বীজ কিংবা ফলও নই এদের
শুধুই একটি প্রাচীন শাখা।


কবিতাতো জীবনের কথা বলে
মনের অলংকার-আমার পরিধান
মা তুমি আমার শ্রেষ্ট অহংকার
বৃক্ষ-পাতা,ফল-ফুল সবই যে তুমি
আমি তো কেবলই শাখা।


একটু ভর করো মা ফুল আর ফলের ঝাড়ে
অবারিত করো স্নেহময় পাখা
শান্ত স্নিগ্ধ সারল্যের জলধারা
বিস্ফরিত নেত্রে ক্ষণে ক্ষণে
ভালোবাসায় টেনে ধরো অকুন্ঠ আলিঙ্গনে।


পারিনা না মাগো তোমায় ভালোবাসতে
আমি কেবলই তোমার শাখা
রশে-গন্ধেে  উপভোগের ধারা,
নিঃশ্বেস করে নিতে জানি মাগো
কিচ্ছু হয় না আমার দ্বারা।