নারী মানেই অন্য কিছু, অন্য রকম উদ্বেগ
দেখতে সাদা কিংবা কালো একই ভাবাবেগ।
নারী মানেই সহ্য করা, সারা জীবন দহন
আষ্টেপৃষ্টে জড়িয়ে তার সংস্কারের বাঁধন।


নারী মানেই মেনে নেয়া কষ্ট-অপমান-দুখ
নিজ ইচ্ছা দমিয়ে রেখে হাসিতে মাখা মুখ।
নারী কেন হয় না মানুষ, রাখে করে অন্ধ?
নষ্ট কেবল নারীই হবে, নর করলেও জব্দ?


জন্ম থেকেই তুচ্ছ নারী, মেয়ে বলে এই তো
নারীর গর্ভেই জন্ম তবু ভাবনা কারো নেই তো।
নারীই করে মানুষ তৈরি আদর যত্ন করে
তবু কেন এমন সখী বলতে পারো মোরে?