বর্নিল পৃথিবীতে অসমাপ্ত কথা
বেদনায় বাজে শত বহুরূপি ব্যথা।
কিছুটা জানে মানুষ, কিছুটা অজানা
বেদনার নীলেও মেলে প্রজাপতি ডানা।


ঢেউয়ের পরে ঢেউয়ে বাজে নদীর আর্তনাদ
মাঝি তবু তাল মিলিয়ে স্বপ্ন দেখে অগাধ
এটাই জীবন, এটাই এক নির্মম ভালোবাসা
আঁধার রাতেও প্রদীপ জ্বালে নিরন্তন সুখ-আশা।