সাম্রাজ্যবাদের অসাম্প্রদায়িকতার
গনতন্ত্রের যাদব উৎপীড়ন
দুরত্বে থেকেও নৈকট্যের আভিজাত্য
দেখানোর আয়োজ।

বুঝেও না বোঝার ভান করা
নিজেই নিজের তরে
রাজা কবি জনতার সভায়
অভিযোগ ডালা ভরে।


স্বপ্নগুলো বিরাপ করে
রাজ প্রাসাদের হাওয়ায়
চ্যানেলগুলি গল্প ফাঁদে
উত্তেজনার আশায়


চাইলেই পারি না কাঁদতে
কষ্টে চাপা মন
অপরাধীদের এক ঠিকানা
নেই আত্মপীড়ন।


নত শির করি মনের বিরুদ্ধে
অবোধ ভালোবাসায়
বানোয়াট সব সন্ধিচুক্তি
বিধতার অভিন।


কতোটা পেরেছো দেমকে দিতে
নিচ্ছো সম্বার সম্মানে
লজ্জা যদি থাকে একটু
বদলাও আত্মপীড়নে।