বাবা আমার সোনা বাবা বড্ড মিস করি
ইচ্ছে করে শক্ত করে জড়িয়ে তোমায় ধরি।
কতোদিন পাই না বাবা তোমার সেই আদর
বটবৃক্ষ ছিলে বাবা ছিলে স্নেহের চাদর।


মশারী আর কে টানাবে খাইয়ে দেবে ভাত
দোলনা টেনে না ঘুমিয়ে পার করেছো রাত।
বায়না শত মেটাতে তুমি মায়ের অগোচরে
আমরা দুজন বন্ধু ছিলাম যুগ যুগান্তরে।


আব্বু তোমায়, খুব বেশি যে পড়ছে আমার মনে
হৃদয় ভরা কস্ট, আর কান্না চোখের কোণে।
জড়িয়ে ধরে কাঁদতে বড় ইচ্ছে আমার করে
ঘরে পথে খুঁজি তোমায় সকল দুপুর ভরে।


প্রতি সন্ধ্যায় থাকতে বসে,চায়ের দোকানে
কলেজ থেকে ফেরার পথে,আমায় নেবার তরে
সেসব দিনের কথা আমি,ভুলি কেমন করে
ঢাকার অলি-গলি আমায়,চেনাতে হাত ধরে।


শেষ বেলাতেও ডেকেছো তুমি,মা বলে বারবার
আমি তোমার মেয়ে বাবা খুঁজছি হাজার বার।
বুকের ভেতোর তৃষ্ণা আজো বাবা বলে ডাকার
ইচ্ছে হয় জড়িয়ে ধরি তোমার আদর নেবার।


চলে গেছো তবু তুমি হৃদয় পটে আঁকা
বাবা তুমি আদর্শ মোর ভালবাসায় ঢাকা।
অনেক স্মৃতি অনেক কথা স্বরণ করি তোমায়
এত্তো ভালোবাসা আর কেউ দেবে না আমায়।