সুখের টাকায় দুঃখ কিনে ছনের ঘর চাই
চাঁদের আলোর বিনিময়ে অমাবস্যা কুড়াই


শিকলবিহীন খাঁচা ছেড়ে শিকল পরতে চাই
মাদকীয় ভালোবাসায় যেনো নির্ভরতা পাই


নরম কোমল আলিঙ্গনে শক্ত পাঁজর চাই
বিলাপহীন এই জীবনে থাকবে কিছু দায়


হার মানা হার গলায় পরে করবো আপনার
অথৈ সাগর পাড়ি দেবো দু'জন দু'জনার


এমন একটা মন চাই এমন একটা তুমি
সুফসলের আবাদ করতে নয় অরন্যভূমি।