আজকাল আমার কোনকিছুই মন্দ লাগে না
সাদা কালোর তফাৎ না পাই,রংধনু ময়না।
লাস্যময়ী নারী যখন,হয় হাস্যময়ী
তোমরা তখন ভিখারী রও,হও রাজ্যজয়ী।


মন বোঝো কি,হও কি কভু তার কন্ঠ হার?
কেবল শরীর দখল করো,হয়না খুনের বিচার
ভালবাসা ঘৃনা যখন একই বকুল তল
আমি তখন এঁদো পুকুর শান্ত কালোজল।


আজকাল আর কোন কিছুতেই, ভয় যে লাগে না
পাশের ঘরের কান্না শোনেও কান্না জাগে না
বিকল যারে তোমরা দেখো সচল সেজন বেশি
পাগল মানুষ নয়তো পাগল,সুস্থরাই সর্বনাশী।


নিজ স্বার্থেই অন্ধ সবাই লোভ আসক্তি
মন্দকেও ভালো লাগে-এটাই বিরক্তি।
মুখের কথা বুকে চেপে চলি আমরা নিত্য
শয়তানকেও সাধু বানাই মিথ্যা বানাি সত্য।