ভালো আছি,ছোট্ট একটা কথায়
পারো কি ভোলাতে আমায়?
জানি,ভাল নেই তুমি
তবু অহর্নিশ বলোএই মিথ্যে কথাটা
নিজের কাছে হয়োনা আর অপরাধী
সত্য বলায় এতো ভয় কিসের তোমার?
মুখোশটাকে ছিড়ে ফেলো
মুক্ত হয়ে মেঘের সাথে খেলা করো
বৃষ্টির মতন কান্না হয়ে ঝরে পড়ো
গাছের পাতারা তোমায় পাবে,
মাটির গন্ধে মিশে রবে, তোমার দুঃখ গুলো
রংধনুর মতন সুখগুলো
সাতটি রঙে করবে খেলা তোমার সাথে
অভিনয়ের ভালো থাকা
তোমায় পিষে মারবে,জীবনের যাঁতাকলে
ফিরে এসো মিথ্যে থেকে
প্লিজ, বলো না-ভালো আছো।