কিছু সম্পর্ককের ব্যাখা হয়তো কেউ জানে না
প্রেম, ভালোবাসা, মোহ,মায়া কোনো নাম হয় না
আছে অকৃত্রিম দেয়ানেয়া, স্বর্গীয় সে সুখ
স্বার্থহীন আবদারে নিঃশর্ত সমর্পণে উন্মুখ।
অভিমান, সুখ, দুঃখ, শেয়ার, কেয়ার, সম্মান করা
দুষ্টুমি হাসিতে আদেশ-নির্দেশে মাখামাখিতে ভরা।
ঝর্ণার জলের মতো স্বচ্ছ হৃদয়ের সমস্ত কথা
দুটি আত্মার মিলনে যায় ভুলে জীবনের ব্যথা।
বিশ্বাসে গড়া অনাবিল সুখের যে শুভ্র প্রাসাদ
অস্তিত্বহীন বন্ধনে এক গভীর উপলব্ধির স্বাদ।
প্রকৃত বন্ধু সে,মনের কথা আগে যে বোঝে
ধনবার কুবেরও মরিয়া হয়ে তাকেই খোঁজে।
সত্যিই ভাগ্যবান তারা, যারা এমন বন্ধুত্ব পায়
বাঁধা পড়ে না কোন প্রেম ভালোবাসার সীমানায়।