কোকিল কুহু রবে ব্যাথার সুর শুনি
ফিরে চায় তবু মন মহুয়া নেশায়
পথের শেষ হলো ঘুঁচলো সব আলো
ধরণী চলছে মায়ার'ই পরীক্ষায়।


ডেকে যাও বারে বারে নিয়মের সূত্র ধরে
মন,প্রাণ জানি পারদের মতন সময়
ভালোবাসা যতো গাড়ো কষ্ট তাতে আরো বড়
ইচ্ছে বাঁধা দেয়,বলতেই চায় না বিদায়।


বসন্ত সমীরণে মন যে কেঁদে ওঠে
যেতেই হবে নিতেই হবে যে বিদায়
স্থব্ধ হওয়া নীলাভ ঠোঁটে ক্ষমা চাই
শেষ যাত্রা হোক বসন্ত ভালোবাসায়।


জন্ম- মৃত্যু কাছাকাছি ভুলেই যেনো সুখে আছি
সাড়ে তিন হাত মাটির সাজানো বাসর পাতা
বহুদিন বহুক্ষণে বিশাল শূন্যতায় ভরে
জীবন দেখি, আজ ভুলে ভরা হিসেবের খাতা


তবু কি এড়াতে পারি,এসেছো বসন্ত আমার
ফুলের কলেমায় দাড়িয়েছো সীমান্ত রেখায়
আতর লোবানে সাজাও প্রিয় রঙ সাদা দিয়ে
বসন্তের ডাকে, ভালোবাসা কাঁদে যে আঙিনায়।