ষোলএকটু বাড়াবাড়ি
অনেকটা যেন কাড়াকাড়ি
বড্ড যেন তাল মাতাল
দুষ্টমির ছড়াছড়ি।
গায়ে হলুদ মেখেও যেন
লাল সবুজের বাড়াবাড়ি
বেহায়াপনাও আছে খুব
তবু যেন মিষ্টি ভারি।


রসের ভার,কদর বেশি
সামলে রাখা কষ্ট
যে পারে টপকাতে তা
হয়না সে নষ্ট।
আকাশ কুসুম কল্পনা তার
গায়ের জোরে সব চায়
ষোলো এমন হাওয়ায় ভাসে
দায়ের কিছু নেই যে তাই।


তবুও ভারি বড্ড মজার
ষোলো কে মিস করি
আরেকটা বার আয় না সখা
মনটা প্রেমে ভরি।
যে প্রেমেতে,থাকবে শুধু
যুক্তিবিহীন আবেগ
বায়না ভরা আবদার আর
তর্কবিহীন ত্যাগ।


আবেগে ঠাসা চিঠি পাবো
প্রতিদিন একটি করে
নিত্য নতুন ঝগড়া হবে
থাকবে মনটা জুড়ে।
সেই ষোলোকে চাই আবারো
প্রত্যেকে মনে মনে
কেউ বা খুজি ব্যলকনিতে
কেউ বা গলির মোড়ে।