ছিঁছ কাঁদুনি বৃষ্টি মেয়ে ভিজিয়ে আজ দিলো
সাতসকালে এসে সবার সুখটা কেড়ে নিলো।
পুলকিত হলো না মন বিড়ম্বনা এলো
শ্রমজীবীর কষ্ট, ব্যথা মনে পড়ে গেলো।
কতো করে বোঝাই মেয়ে এবার কান্না থামা,
অসময়ে না এসে তুই পড় না রোদের জামা।
দিনমজুরের কষ্টটা বোঝ, ফেরিওয়ালা কাঁদে,
তোর কারণে অনাহারে পেটে পাথর বাঁধে।
রাত দুপুরে পড় না মেয়ে, করছি না তো বারণ
স্বল্প আয়ের আমজনতার হোস নে দুখের কারণ।
এতো কিছুর পরেও যদি জল আলপনা আঁকিস,
তাহলে তুই লক্ষ্মী মেয়ে শস্যে ক্ষেতটা ভরিস।