খুব বেশি ভালো বাসতে বলি না
একটা রাত না-ই জাগলে পুরো
এ-এ-ই ঘুম আসছে না -
মাথায় একটু হাত টা তো রাখো?


মায়াবী চাঁদনি রাতে উষ্ণ- শ্বাস ধরি
রিকসায় চড়ে না-ই বেড়াতে গেলাম
পাশাপাশি হেঁটে আঙুলে আঙুল রেখে
জোৎস্নায় তো স্নান করাতে পারো?


খুব বেশি ভালো বাসতে বলি না
সারাদিন ঝগড়া- ঝাটি,রাতেও কথা বন্ধ-
খুব ভোরে আমার আগেই তুমি জেগে
গভীর আলিঙ্গনে না হোক
হাতটা চেঁপে ধরতে তো পারো?
বলতে পারো, এ- এ-ই কোথা যাও?


দামি মকমলের চাদর না-ই  হল
না-ই বা হলো সরু চালের ভাত
আমি রেগে থাকবো অনন্তকাল
শুধু তোমার ভালবাসাটির জন্য
বুজতে পেরে স্বস্নেহে খাইয়ে দিবে
মোটা চালের ভাত,অমনি ভাঙবে রাগ
রাগ করে আর কেবা থাকতে পারে বলো
যদি এমন ভালবাসা থাকে !


খুব বেশি ভাল বাসতে বলি না
হাতে হাত তো রাখো
ঝড়-বৃষ্টি বাদলে গভীর অন্ধকারে
ভরসার জোয়ার না হলেও
উজানে চলো না প্লিজ!
ভাটায় দেবো নির্ভয়ে পাড়ী
যদি একটু ভরসা পাই।


আমায় খুব বেশি ভালো বাসতে বলি না
যান্ত্রিকতার এই জীবনে তুমি বড্ড পেরেশান
বাস্তবতার দহনে দগ্ধ তোমার মন
দিনের বারোটি ঘন্টা কেড়ে নেয় উদর
আমাকে নিয়ে ভাববে কখন আর!
তবু মনের মসৃণতায় একটু চেয়ে দেখো
এই চোখের তারায় শুধু তোমারই ছবি


শুধু এইটুকু বিশ্বাস রেখো
আকাশে উড়তে চাইনা,মাটিতেও নয় অট্টালিকা
ভোরের পাখির কল-কাকলীর মতই
মুখরিতো থাকুক আমাদের ঘর
দুজনার আবেশে রাগে প্রীত-অনুরাগে
দুটি মনের হোক সেতু-বন্ধন।