কতো করে বলি তোমায়
সহজ-সরল হও,
যতো ভালোবাসি তোমায়  
ততই বেতাল রও।


আমি কিন্তু আমার মতো
তোমার মতন নই,
যতই ভাঙো আমি জেনো
একই রকম রই।


সরস্বতী, লক্ষ্মী, কালি
কখনোবা দূর্গারাণী,
ভেবে আমায় ভেঙে তুমি
গড়ছো সাদাই জানি ।


কাজল পরাও,গহনা পরাও,
রাঙাও আলতা পায়,
টক টকে লাল টিপও পরাও
আমার কপালটায়।


বিসর্জনে দিয়ে আবার
তোমার মতন গড়ো,
একদিন ঠিক চলে যাবো
এমনই যদি করো।


হাসছো কেনো? বুঝছো আমি
বলি অনেক এমন?
ভাবছো গেলে গড়বে আবার
তুমি মনের মতন?


মনের মাঝেই আর যদি না
দেখতে আমায় পাও?
শিল্পী তোমার রঙ হারাবে
আসবে না প্রতিমাও।


শঙ্খধ্বনি, উলু দিলেও
আর পাবে না আমায়,
তাই তো বলি আর মেতো না
ভাঙা-গড়ার খেলায়।


যে মাটিতে যে প্রতিমায়
যেমন গড়ো এবার,
গড়তে হবে চিরস্থায়ী তা
নয়কো ভাঙা-গড়ার।


তবেই আমায় পাশে পাবে
সারাটি জীবন ভর,
না হলে যে হারিয়ে যাবো
এই আমি তেপান্তর।