অনেক জ্ঞানী বিজ্ঞ তুমি নীতি কথা কও
লেবাসধারী সভ্য ভদ্র, টাইটা এঁটে রও।
ধর্ম নিয়ে দুষ্টু বুদ্ধি, তওবায় পাবে মাফ?
সর্গে যাবে সেই আশাতে, দিচ্ছো ইয়া লাফ।
পুরোহিতও এক স্বপ্ন দেখছে দিবানিশি
তেলা মাথায় তেল দেয়াটা এরা করে বেশি।
চুরি বিদ্যায় সিদ্ধহস্ত প্যাচ লাগানো কথা
তামাম যুদ্ধ এদের নিয়ে থাকে এরা যেথা।
অর্থ, নারী, বাড়ী, গাড়ি কোন নেশাটা কম
লোক দেখানো দাদাগিরি তাতেও নেই দম।
উচিৎ জবাব যে দিবে,তারে জেলে পুরবে
অপদস্ত করে তারে, নাস্তিকবাদি বলবে
কিচ্ছু না পারলে বলবে, দেশটা এখন ছাড়
নীতি কথার তকমা পরে, তোমরা চমৎকার।