পৃথিবীর যে প্রান্তেই থাকো বিমোহীত মন
হবো না ক্লান্ত তোমার কথা ভেবে
যে ভাবেই ভালোবাসো না কেনো
হবো না শান্ত,ভাবনা বিলাসে চিরদিনই রবে

বিভাজনের এই ভালোবাসাতে হয় না বিভক্তি
শতো অপরাধে দন্ডিত নও উভয়ের আসক্তি
কী নামে তারে ডাকবে কতোটা বাসবে ভালো
জলের মত আকার তার অন্ধকারেই আলো


বিষাদের এই জীবন লীলাতে সঞ্জিবনী সূধা
অধরে তার রুপ-লাবনী দুর্দমনীয় পিপাসার্ত ক্ষুধা
কথায় কখনো অমৃত-প্রেম কখনো ভিষণ জ্বালা
অন্তর্দহনে জাগরণ ক্ষোভ সুবাসিত প্রেমের মালা  


যার ত্বরে স্বর্গ রচনা তারেই মারো ছুঁড়ে
তাইতো সে ছলনাময়ী হৃদয়েতে সূঁচ ফুঁড়ে
ঘৃনা আর ভালোবাসা লয়ে একই বক্ষে গাঁথা
আঁখিমূলে ক্ষুধা জড়ানো আনন্দে যতো ব্যাথা।