সকালটা শুরু হয়,চা পেপার দিয়ে
তাড়াহুড়া করে যাও,খাবার না নিয়ে।
শতো শতো কাজ নিয়ে,ঘরে যেই ফেরো
উন্মুখ হয়ে থাকি,দূর বাড়ে  আরো


সারাদিনে কথা নাই,কতো অজুহাত!
ফোন কল এলে তুমি,হও কুপোকাত।
ঘন্টা ঘন্টা পার হয় টের নাহি পাও
পাশের মানুষটাকে দিব্বি ভুলে যাও


বিছানাতে ল্যাবটব, অফিসের কাজ
এতো সব বিজি নিয়ে,তুমি মহারাজ।
দিন রাত এক করি,তোমারে সাজাই
ভালোবেসে ঘর করি,নিজেরে বোঝাই।


গাছ ফুল পাখি পুষে,আমি মহারানী
সাম্রাজ্যে অভাব শুধু,ভালোবাসা খানি।
দেখেছো কি অভিমান,আছে জমা কতো
কাছে থেকে, দুরে সরি, মোরা অবিরত।