আমার খুব ইচ্ছে করে জানিস
পাখির মতো ডানা নিয়ে উড়ি
মেঘের সাথে আড়ি দিয়ে
মাঝ দুপুরে বৃস্টি হয়ে ঝরি।


জীবনখানা ডোবা- পানার মত
পুকুর নদী সমুদ্রতে যাই
অনেক স্বপ্ন বুকের মধ্যে নিয়ে
সবই দেখি হাওয়াই মিঠাই


ফাঁকির খেলায় মগ্ন সবাই
থাক না ইচ্ছেগুলো
মনের ভেতর কথা বলেই
জালিয়ে রাখি আলো।


আমার খুব ইচ্ছে করে কাঁদি
জলতরঙ্গের মত করে বাজি
হাওয়ায় ভাসাই আমার খোলা চুল
জড়িয়ে তাতে বুনো ঘাসের ফুল


ইচ্ছেগুলো নাটাই ছেঁড়া ঘুড়ি
এদিক ওদিক করছে ছুটাছুটি
সবুজ শ্যামল কালো কাজল মেয়ে
আবির কান্নায় করছে লুটোপুটি।