একটা মিনিট কখন তোমার শেষ হবে
বলতে পারো?
রক্তগোলাপ শুকিয়ে যখন কালো হবে
জীবন দীঘির পাড়ে যখন অস্ত যাবে
অন্ধকারে ডুব সাতারে ক্লান্ত যখন
ওপারটাতে উঠেও আমি খুঁজবো তখন
এমন করে কেনো ভাবো
তোমরা পুরুষ নারীটাকে?
একটা মিনিট কখন তোমার শেষ হবে
বলতে পারো?


অনেক কাজ?
অনেক ঝোক্কি তোমার বুঝি?
সারাদিন কোথায় যেনো
আমার গোপন মুল্য খুঁজি
তুমি না হয় ভালোবাসো অনেক বেশি
আমি না হয় একটু কম,গ্রাম্য দেশী
ডাগর চোখে চেয়ে থাকি,না বোঝাদের মতো
তুমি অনেক জ্ঞানী গুনী,আমি নুড়ি যতো
তবুও আমি সাগর জলে করবো স্নান
এমন আশা করো
তোমার একটা মিনিট কখন শেষ হবে
বলতে পারো?


জাস্ট এ মিনিট বলেই যখন
ভুলতে পারো অবহেলায়
নারী কেনো মিছে ভুলে
অপেক্ষাতে যাতনা বাড়ায়
একটা মিনিট না বলেতো
অন্যকিছু বলতে পারো
অন্যরকম ভালোবাসায়
ভিন্ন রকম আবেগ ভরো
একটা মিনিট কতোটা বছর
সে কথা কি জানো
অভিমানে তিক্ত হলে
হয় না কিছু ভালো।