শিমুল ফুলের রঙে যেনো
মাতাল সারাটি বন
ফাগুন যেনো ওকে দেখার
আশাতে সারাক্ষণ।


ইচ্ছে করে যত্নে অনেক
জড়ায় ওকে থাকি
বারে বারে তাইতো ওকেই
ফাগুন চোখে আঁকি।


আমার গৃহের সন্নিকটে
সেই শিমূলের বাস
আগুন ঝরা ফাগুন হয়ে
নিদারুণ সর্বনাশ।


প্রেম কী তবে এমন খেলা
ফাগুন-শিমূলের গান
এমন করেই রঙ ছড়ায়ে
করে যায় আহ্বান।