আমি যখন মায়ার সমুদ্র ছেড়ে
মরুভূমির রোদ কুড়িয়ে  
নিয়েছিলাম নির্বাসন,
তখন তুমি এলে বর্ষায়
ভালোবাসার পঞ্চ-ব্যঞ্জন হয়ে।


হিসেব করে ভালোবাসা হয় না
হিসেব করে যা হয়,তা শুধু ঘর
সে ঘরের আধিপত্য কখনো চাইনি
চেয়েছি হৃদয় রাজ্যের সম্রাজ্ঞী হতে।
বলেছিলাম- শিশিরের মায়ায় তুলি ঘর।
এক খন্ড আকাশ চেয়েছিলাম
যেখানে মুক্ত বিহঙ্গের মতো ওড়া যায়
বলেছিলাম ভালোবাসতে হবে না
শুধু ভালোবাসা হও।


আমার সেই ভাষা শুধু তুমিই পড়েছিলে
যে কারণে পেয়েছো অনন্ত অধিকার
পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ আমি আজ
তাই ভালোবাসতে বলছি না আর।
তবু, প্রিয় শব্দটি ঘুরছে, ঘুরবে
আমাদের অসীমে, হাজার-লক্ষ-কোটিবার।