হে নারী,
তোমার জীবন.........
জলে ডোবা পদ্ম- পানার মতন।
ছিলে যখন পিতৃস্নেহের ছায়ায়
কুসুমিত সরসিজেই ছিলো যেন বাস
যখন হলে স্বামীর অধীন,হয়ে গেলে
অহংকারে ভাসা,এক নদীর দাস
কূল হারানো অকূল জলে
সে-ই আবার বিরহী মান্দাস।


হে নারী,
যুদ্ধই তোমার জন্মটিকা যেমন
কপালে অঙ্কিত হয়েছিল ছাপ
কান্নার জলেও কি নেই
এতকটুও বিষের উত্তাপ?
মায়া আর আবেগের ধূলীতে
ভালবাসার ছায়া পেলে যদি?
যন্ত্রনায়ও হাসো তুমি
হে ছলনাময়ী- কালের দ্রৌপদি।


হে নারী,
বোকা তুমি,তাই খোঁজো আশ্রয়
বার বার দুঃখকেই দাও প্রশ্রয়
তবুও বলি,
বিপ্লবী হয়ো না যেন-নিন্দিত হবে,
গুটিয়ে রাখো নিজেকে
তবেই প্রণয়িনী রবে।