বাঁশ বাগানের ঝোঁপে আমার, চাঁদকে দেখা হলো না
নদীর বুকের তরঙ্গতে,নৌকা দোলা পেলো না।
গহীন বনের শব্দ সুরে জোনাক তারা হলাম না
কারন এসব দেখার মতো সাথী খুঁজে পেলাম না।


আমার সব বন্ধু স্বজন বিজ্ঞ  জেন্টেলম্যান
তাইতো আমি সভ্য হয়ে,বন্দী রয়ে গেলাম।
অসভ্যতাই নাকি আজ প্রেমের চাবি কাঠি
নেংটী ইঁদুর, বাঁদরামি আর ভন্ড চরিত্রটি।


বউয়ের শাসন বাঁধন বারন সব কি ভালো লাগে
অভিসারের ক্ষনিক প্রেম ছোটে তড়িৎ বেগে
নীতি হীন নাকি আজ,চরম নৈতিকতা
সভ্য সমাজে ভালোবাসা বোকা বর্বরতা।


সীমান্তের ওপারে তুমি ম্যাসেইনঞ্জার,ভাইবারে
কাছের মানুষ দুরে ঠেলে,পর কে আপন করে
পৃথিবী আজ অসুস্থতায় পদ্য গদ্যময়
সুদিন আর আসবে কবে বিধি নিরালায়।


সব যে কেবল মনে হয়,নিশি রাতের চোর
হলো না তো দেখা আর শিশিরভেজা ভোর।